আমতার ঘটনার তীব্র নিন্দা করলেন আল-আমিন ফাউন্ডেশনের কর্ণধার অলিউল্লাহ সর্দার

এম রহমান : হাওড়া জেলার আমতার ঘটনার ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করলেন আল-আমিন সেবা ফাউন্ডেশনের কর্ণধার অলিউল্লাহ সর্দার। এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঘটনার ফলে যে মায়ের কোল খালি হল তাঁর কষ্ট তাঁর যন্ত্রনা কেউ উপলব্ধি করতে পারবে না। কারা মেরেছে বা কে মেরেছে সেটা আইন আইনের পথে তার রহস্য উদঘাটন করবে, কিন্তু যে কথাটি না বললে নয়, পুলিশের পোশাক পড়ে, পুলিশকে সামনে রেখে যাঁরা এই জঘন্য কাজ করেছে তাঁদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই ধরণের কাজের নিন্দা করে বোঝানো যাবে না।

তিনি সকল রাজনৈতিক দলের উর্দ্ধে উঠে রাজ্য প্রশাসনকে এই পরিকল্পনা মাফিক খুনের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। তিনি বলেন আজ তাঁদের আইনজ্ঞদের   এক প্রতিনিধি দল আমতা যাচ্ছেন। তিনি অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading