ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে ধর্ম নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়- ইয়াসিন মোল্লা

0214563

dfghj

এম রহমান, হুগলি: হুগলি জেলার জলামাদুল মাদ্রাসা পাড়া জহর স্পোটিং ক্লাবের সম্পাদক ইয়াসিন মোল্লা যেমন খেলা প্রেমী অপরদিকে তিনি ততটাই বিশিষ্ট সমাজসেবী। দেশের সমসাময়িক বিষয়েও তিনি বিশেষ ওয়াকিবহল এবং যে কোনও খারাপ বিষয়ে তিনি ততটাই সোচ্চার। সম্প্রতি ইয়াসিন মোল্লা বলেন যে এই মূহুর্তে সারা দেশে কর্ণাটকের হিজাব কান্ড দিয়ে কিছু কিছু মানুষ ধর্ম ও রাজনীতিকে এক আসনে বসাতে চেষ্টা করছে এবং এইরকম ঘটনা বিগত কয়েকবছর থেকেই দেখা যাচ্ছে। তিনি বলেন আমাদের দেশে এমন কিছু কিছু মানুষ রয়েছে তারা যেখানে ধর্মীয় শ্লোগানের প্রয়োজন নাই সেখানে তারা জয় শ্রীরাম ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মানুষকে বিভ্রান্ত করছে। এই সমস্ত বোধগম্যহীন মানুষ গুলোর জন্যই যারা প্রকৃত ধার্মিক মানুষ তাদের আজ লাঞ্ছিত অপমানিত হতে হয় এই সমাজে।

K S FIRE INSTITUTE

ইয়াসিন মোল্লা বলেন যে প্রত্যেক জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেকের ধর্মে মহিলাদেরকে তাদের শরীর ঢেকে রাখার কথা বলা আছে কিছু সমাজে মূর্খরা এগুলো বুঝতে চাইছে না। তিনি আরও বলেন, এই হিজাব নিয়ে মহিলাদের যে বাধার মুখে পড়তে হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি মনে করেন আমাদের দেশের সেই সকল মানুষরা যাঁরা ‘একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ’ এই কথাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে একসূত্রে সকল জাতি, ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বাণী প্রচার করে দেশের অখণ্ডতা বজায় রাখতে বদ্ধপরিকর তাঁদের কাছে এই সকল ঘটনা সত্যিই আশাব্যঞ্জক নয় এবং তাঁরা মনে করেন এই ঘটনাগুলি কাম্যও নয়।

untitled-2-1latest-advt-of-jotishuntitled-3for-nwsadvt112-for-advt-sankha-senuntitled-1-3209419418_1140649856410940_4719109323388593608_ngnc-advt-6x4-for-web1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt-4advt-bannersambad-pratikhan

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading