Site icon Sambad Pratikhan

বাঘরোলের মৃত্যুতে কোন্নগর বারুজীবী অঞ্চলে চাঞ্চল্য

Advertisements

শুভদীপ দে, হুগলি: হুগলির কানাইপুর কোন্নগর হিন্দ মটর অঞ্চলে মাঝেমাঝেই দেখতে পাওয়া যাচ্ছে বাঘরোল হয়তো মানুষের মধ্যে একটু সচেতনতা থাকলে এই বাঘরোল টি মারা যেত না বিলুপ্তপ্রায় প্রাণী এই বাঘরোল, সুন্দরবনে কুলতলীতে বাঘ ধরতে  ৬ দিন ধরে  বনদপ্তর ও পুলিশ প্রশাসন নাজেহাল তখন হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির বারোজীবী এলাকায় এক বাঘরোলের মৃতুতে এলাকায় চাঞ্চল্য ছড়ালো,সকাল থেকে বারংবার চেষ্টা করেও বন দপ্তরের কোনো খোঁজ পাওয়া যায়নি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বনদপ্তর এর দেরি করার কারণেই বাঘরোলটি মারা যায়।

এলাকায় স্থানীয় যুবকরাই সেটি ধান ক্ষেত্রে পুঁতে দেয়, তাদের অভিযোগ বনদপ্তরের এই বিষয় আরো সচেতনতা শিবির করা প্রয়োজন। তাহলে হয়তো বাঘরোলকে বাঁচানো যেত।  এই বিষয়ে পুলিশ জানায় এমন অভিযোগ এখনও পর্যন্ত তাদের কাছে নেই, অভিযোগ এলে গোটা ঘটনা খতিয়ে দেখবে।

Exit mobile version