শ্রীরামপুর পৌরসভার ১৫৯ টি পরিবারের হাতে ৪০,০০০ টাকা করে চেক প্রদান

0214563

20211210_125355(0)

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলির শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের অন্তর্গত  শ্রীরামপুর পৌরসভার দরিদ্রসীমার নিচে বসবাসকারী ১৫৯টি পরিবারের যাদের পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তি যদি মারা যান এবং তাঁর বয়স যদি ৬০ বছরের নিচে হয় এবং বর্তমানে চলা করোনা মহামারিতেও যদি মৃত্যু হয় সেই পরিবারের প্রত্যেক পরিবারকে ৪০,০০০ টাকা করে চেক তুলে দিলেন গতকাল ১০ ডিসেম্বর ২০২১ শ্রীরামপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক গৌরমোহন দে সহ এই পৌরসভার বিভিন্ন অধিকারিকগন এবং বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর গণ শ্রীরামপুর পৌরসভার টাউন হলে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটরগণ।

এ প্রসঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্পে স্বার্থক রুপায়নে সেই সকল পরিবারগুলিকে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে ১৫৯টিও পরিবারের  হাতে চেক তুলে দিতে পেরে খুবই ভাল লাগছে বলে জানান শ্রীরামপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক গৌড় মোহন দে।

তিনি আরও বলেন হুগলি জেলার মধ্যে এতগুলি পরিবারের হাতে একসঙ্গে এই প্রকল্পে চেক তুলে দেওয়া এই প্রথম। তিনি জানান রাজ্য সরকারের এই প্রকল্প প্রথমে ৫০০০ টাকা করে অনুদানের ভিত্তিতে শুরু করা হয়েছিল পড়ে ক্রমশ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তা ক্রমশ বাড়িয়ে পরিবারপিছু ৪০,০০০টাকা করে প্রদান করা হয়।

frontUntitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt-banner.3ADVT-BANNERadvt112-for-advt-sankha-senadvt-1advt-3advt-4for-nws

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading