বিশেষ সংবাদ: গত ২৫ নভেম্বর কিছুটা নীরবেই চলে গেল এই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ খামখেয়ালী কবিতার সম্রাটের ৮৮ তম জন্মদিবস। একটা সময় যাঁর লেখনীতে মুগ্ধ হয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা, যাঁর কলমের মুন্সীয়ানায় তিনি এখনও সমান সমাদৃত, কিন্তু কিছুটা হলেও আজ তাঁকে আমাদের বর্তমান সমাজ ভুলতে বসেছি। যে মানুষটি একসময় দিনবদলের আশায় আনন্দ ভৈরবী লিখে উদাত্ত কন্ঠে বলতে সক্ষম হয়েছিলেন –“ফুটপাত বদল হয় মধ্যরাতে-”। সেই দামাল কবি যিনি বলতেন –
“ভালোবাসা পেলে সব লণ্ডভন্ড করে চলে যাবো / যেদিকে দুচোখ যায় যেতে তার খুশি লাগে খুব
ভালোবাসা পেলে আমি কেন পায়সান্ন খাবো / যা খায় গরীবে, তাই খাবো বহুদিন যত্ন করে।”
যে মানুষটিকে কেন্দ্র করে আজও কবি-সাহিত্যিক মহলে নানা কথার জাল বোনা হয়, কেমন ছিল তাঁর জীবন? কেমনই বা ছিল তাঁর সংসার? এই সকল কথার জাল বুনতে আগামীকাল শনিবার ২৭ নভেম্বর, ২০২১ রাত দশটায় TV 9 বাংলরা পর্দায় “শক্তি চট্টোপাধ্যায় – আমার বাবা” শীর্ষক নিউজ সিরিজে হাজির থাকছেন কবি কন্যা তিতি রায় এবং কবি পত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় এবং কবির পরিবারের অন্য সদস্যরা। এই অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচার করা হবে আগামী রবিবার ২৮ নভেম্বর ওই একই সময়ে।
বিভাগ:বিবিধ, লাইফস্টাইল, সংস্কৃতি, সাময়িকী