Site icon Sambad Pratikhan

সাংসদের সহায়তায় শ্রীরামপুরে নতুন শিশু ইউনিট

Advertisements

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হুগলি জেলার শ্রীরামপুরের মহকুমা হাসপাতাল ওয়ালশ হাসপাতালে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জীর আর্থিক (২৫ লক্ষ টাকা) সহায়তায় ও উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল কোভিড আক্রান্ত শিশুদের জন্য ৩৭ বেড ও ১২ টি আইসিসি পরিকাঠামোর পেডিয়ারটিক ইউনিট।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃসুদীপ্ত রায় শ্রীরামপুরের বর্তমান পৌর প্রশাসক গৌড় মোহন দে,  হুগলি জেলা পরিষদের কর্মাদক্ষ সুবীর মুখার্জি, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সন্তোষ কুমার সিং সহ কাবুল মুখার্জি, হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version