নিজস্ব সংবাদদাতা: আসন্ন পুজোয় হাইকোর্ট ও রাজ্য সরকার নির্দেশিত সকল নিয়ম লাঘু করার জন্য হুগলির ডানকুনির বিভিন্ন পুজামন্ডপে ঘুরলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) ডঃ অরবিন্দ কুমার আনন্দ, ডানকুনি থানার আই সি তাপস সিংহ সহ দমকল ও রাজ্য বিদ্যুত্ বিভাগের প্রতিনিধিরা।
এদিন সকল আধিকারিকরা হুগলি জেলার অন্যতম এই সুপ্রাচীন জনপদের বিভিন্ন পুজা কমিটির পুজা প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখে করোনা প্রতিরোধে সরকার ও হাইকোর্ট নির্দেশিত সকল নিয়ম অর্থাত্ পর্যাপ্ত ফাঁকা জায়গা, উপযুক্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা ব্যবস্থা রাখার সঙ্গে সঙ্গে মাস্ক ব্যবহারের ওপর বিশেষ নজর দিতে পুজা কমিটির সদস্যদের নির্দেশ দেন।