নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্র’র ব্যবস্থাপনায় মহালয়ার পুণ্য তিথিতে সমাজের সেই সকল নারীদের যাঁরা আমাদের সেবায় সদা নিজেদের নিয়োজিত করে রেখেছেন, সেই দেবতুল্য নারীদের সম্মান জানালো রিষড়া পৌরসভা, স্থানীয় রিষড়া বাঁশতলা পৌর কমিউনিটি ভবনে। দেবীপক্ষের সূচনায় রিষড়া পৌরসভার নারীশক্তিকে সম্মাননা প্রদানে রিষড়া পৌরসভা রিষড়া থানার মহিলা পুলিশ, রিষড়া পৌরসভার মহিলা স্বাস্থ্য কর্মী, আশা কর্মী সহ ভ্যাক্সিনেশনের মহিলা, পৌরসভার মহিলা সাফাই কর্মী সহ মোট ৮০ জনকে সম্মাননা প্রদান করলেন।
এই প্রসঙ্গে রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসনিক প্রধান বিজয় সাগর মিশ্র বলেন, তাঁরা মহালয়ার পুণ্য দিনে এই সকল নারী অর্থাত্ মায়েদেরকে সম্মান জানাতে পেরে নিজের সম্মানিত বোধ করছেন।
এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, রিষড়া পৌরসভার বর্তমান উপ-প্রশাসক জাহিদ হাসান খান, রিষড়া পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হর্ষ প্রসাদ ব্যানার্জী, রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী সহ রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা।