বিশ্ব পর্যটন দিবস পালন ঢাঙ্গীকুসুমে

Untitled-1নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বিশ্ব পর্যটন দিবসটিকে একটু অন্যভাবে পালন করল ঝাড়গ্রাম ট্যুরিজম, ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সোসাইটি এবং ট্যাব।  “সর্বাঙ্গীন উন্নয়নের জন্য পর্যটন” এই ভাবনায় এদিন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জঙ্গলমহলের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে সমধিক পরিচিত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর প্রত্যন্ত এবং সুপ্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ঢাঙ্গীকুসুম গ্রামের সাধারণ মানুষদের নিয়ে।উল্লেখ্য এই ঢাঙ্গীকুসুম গ্রাম পরিচিতি লাভ করেছে এখানকার পাথর শিল্পীদের অসাধারণ শৈল্প নৈপুন্যের কারণে।

এদিনের এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলপাহাড়ির এসডিপিও উত্তম গুঁইন, বেলপাহাড়ির থানার আই.সি বিশ্বজিত্‍ বিশ্বাস, শিমুলপাল গ্রাম পঞ্চায়েত প্রধান জলেশ্বর সিং সহ ঝাড়গ্রামের বেলপাহাড়ী ও কাঁকড়াঝোড় এলাকার সকল হোম স্টের প্রতিনিধিরা। এদিন এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের ও শিশুদের হাতে মাস্ক ও সামান্য খাবার তুলে দেওয়া হয়। এক্ব্হারও স্থানীয় শিশিদের নিয়ে আয়োজন করা হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতার।

Untitled-1asdssadsssd

Dashabhuja-2021---72x36frontUntitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5

%d