পশ্চিম বর্ধমানে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের মহিলা শাখা

dgp-joinimngনিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক অভিজিৎ দাস ও সহ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে অসীম দের নেতৃত্বে কাঁকসা অঞ্চলের কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের একঝাঁক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও জেমুয়া অঞ্চল, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধীমান পাল ও অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ যোগদান করে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নে গতকাল রাখীবংধনের পবিত্র দিনে। এদিন যোগদানকারী সকলের হাতে শ্রমিক সংগঠনের পতাকা তুলে দেন পশ্চিম বর্ধমান জেলার প্রগতিশীল হকার্স ইউনিয়নের সভাপতি কেশব চন্দ্র ব্যানার্জী মহাশয়। পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক অভিজিৎ দাস বলেন অতি স্বত্তর দুর্গাপুরে তাদের মহিলা শাখা প্রায় ৫০০ মহিলা কর্মী নিয়ে কাজ শুরু করতে চলেছে।

Untitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHADVT-BANNERadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5gif advt

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading