কল্যাণীতে ঈদের নামাজ

iid-kalyani.2নিজস্ব সংবাদদাতা: ইসলাম ধর্মের মানুষদের জন্য বছরে দুইটি বড় আনন্দের উৎসব হলো পবিত্র ঈদ। তার মধ্যে করোনাকালীন সময়ে ঈদ উল ফিতর পার হয়ে গিয়েছে। আজ করোনাকালীন সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালিত হলো ঈদ উল আযহা। ঈদ-উল-আযহা মানেই কুরবানির ঈদ। কারণ এই দিনে মানুষ তাদের প্রিয় পশুকে বা প্রাণীকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ জানান, কোভিড বিধিনিষেধ মেনেই ২১ জুলাই ২০২১ বুধবার ঠিক সকাল সাত টায় এবং সাড়ে সাতটায় কল্যাণী স্টেডিয়ামের সামনে ঈদ উল আযাহা (বক্ রি ঈদ্)-এর নামাজ অনুষ্ঠিত হয়। দুটো জামাতে নামাজ সম্পূর্ণ হয়। কল্যাণীর সকল মুসলিম ভাইরা নির্দিষ্ট সময়ের পূর্বেই কাতারে সামিল হওয়ার জন্য আসেন এবং ঈদ উল আযাহা তথা কুরবানি ঈদের নামাজ আদায় করেন কোভিড বিধিনিষেধ মেনেই।

209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISH201251443_2052819018191856_7318174547572268134_nadvt112-for-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1149560606_1955498754590550_7537541499495602122_oadvt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading