তিনি বলেন এইভাবে সারা দেশের সরকারী ব্যাংকগুলকে বেসরকারী হিসাবে ঘোষণা করলে আগামীতে গ্রামীণ শাখাগুলি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকগুলি আগের মতো শহরমুখী হবে। এছাড়াও সুদের মূল্য নির্ধারণে একচেটিয়া ব্যবস্থা থাকবে।সাধারণ জনগণ, প্রবীণ নাগরিক এবং পেনশনভোগীরা কম সুদ পাবে। সার্ভিস চার্জ বাড়বে। কৃষিতে সুদের ছাড় পাওয়া যাবে না। ক্ষুদ্র কৃষক, ছোট ব্যবসায়ী, বেকার যুবক, মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুরুতর সমস্যার সম্মুখীন হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন না। পডুয়াদের এডুকেশন লোন পেতে অসুবিধা হবে। বৃহত্তর পুঁজিপতিদের আরও বেশী লোন দেওয়া এবং টাকা পরিশোধ না করা সত্ত্বেও তাকে ছাড় দেওয়া, যা বর্তমানে চলছে, যা ভবিষ্যতে আরো বাড়বে। ব্যাংকের শাখা কমে যাওয়ার জন্য গ্রাহক পরিষেবা ব্যাহত হবে। অনেক শিক্ষিত যুবক বেকার হবে এবং বেকারত্বের হার বৃদ্ধি পাবে এবং আমানত কারীদের অর্থ নিরাপদ হবে না কারণ সরকারি গ্যারান্টি থাকবে না। সঞ্জয় বাবু বলেন “সরকারি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগানকে হাতিয়ার করে তাঁর সারা দেশে জোরদার আন্দোলোন চালিয়ে যাবেন, এবং যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
তাঁদের লড়াই জারী থাকবে জনবিরোধী এই নীতির বিরুদ্ধে
Advertisements