এদিন পূর্ব বর্ধমানের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন গাছের চারা নিতে। দুয়ারে গাছ চলবে জুলাই এবং পুরো আগস্ট মাস জুড়ে। উদ্যোক্তারা জানান আগামী ২১শে জুলাই পানোয়া, ভাতার, পূর্ব বর্ধমান, ২৫শে জুলাই মহাতা পূর্ব বর্ধমান, ২৭শে জুলাই বোলপুর, বীরভূম, ১৫ই আগস্ট ডানকুনি, হুগলি এবং মুর্শিদাবাদ, হাওড়া, ২৪ পরগনা(দ:) জেলার বিভিন্ন প্রান্তে চলতে থাকবে এই বৃক্ষ প্রদান কর্মসূচী।
দুয়ারে গাছ এর শুভ উদ্বোধন
Advertisements