নিজস্ব সংবাদদাতা: রেড রোড বাস দুর্ঘটনার পর পরিবহন দপ্তরে এক বিশেষ বৈঠকে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগে বাস চালানো হোক। পরিবহন দপ্তরের থেকে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। আগামী দিনে বেসরকারি বাস কি করে রাস্তায় চালানো সম্ভব হয়। সেটা দেখা হচ্ছে। যেহেতু পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। সেইটাও ভাবা হচ্ছে।
বেসরকারি বাস সংগঠনগুলিকে বাস চালানোর জন্য বারবার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় দুর্ঘটনা এড়াতে সেই রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করে দুর্ঘটনা এড়ানো যায় কিনা সেটা দেখা হবে। সেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো এবং পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখতে হবে। পরিবহন দপ্তরের তরফে কলকাতা পুলিশের কাছে এর বাজেট পেশ করা হবে।