‘ফেলা জিনিস ফেলনা নয়’ শীর্ষক আলোচনা সভা

konnnangarনিজস্ব সংবাদদাতা, হুগলি: বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপনকে সামনে রেখে যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্র একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল হুগলির কোন্নগর বারোমান্দির ঘাট প্রাঙ্গনে।  কাপড়,  চট, বাইওডিগ্রেডেবেল, কাগজের ব্যাগ ব্যবহারে সকলে সচেতন হবার আহবান জানানো হয় এদিনের অনুষ্ঠানে।  এদিন বাড়ির ও দোকানের অতিরিক্ত প্লাস্টিক বোতল, পলিপ্যাক,  প্লাস্টিক খেলনা ইত্যাদি ফেলে না দিয়ে বিভিন্ন দরকারি ও ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করার কর্মসূচি নেওয়া হয়। ‘ফেলা জিনিস ফেলনা নয়’ নামক উদ্যোগে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই প্লাস্টিকজাত দ্রব্য সংগ্রহের অভিযান চলবে বলে অনুষ্ঠানের আয়োজক সংগঠন যুক্তিমনের সহ সম্পাদিকা সোমদত্তা মুখার্জী জানান।

এছাড়াও বারোমান্দির প্রাঙ্গনে ২ টি প্লাস্টিক বোতল সংগ্রহের কিয়স্ক উদ্বোধন করা হয়। যাতে ভ্রমণকারীরা যত্রতত্র বোতল না ফেলে। জেলার কোন পৌরসভাতে এই প্রথম যুক্তিমনের উদ্যোগে প্লাস্টিক বোতল কালেকশন কিয়স্ক লাগানো হলো সেভিয়ার্স এন্ড ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট এর সঙ্গে যৌথভাবে বলে জানান সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা।  আগামীদিনে ছাত্র ছাত্রীদের এই কাজে উৎসাহিত করতে নানা কর্মশালাও করা হবে বলে যুক্তিমনের পক্ষে জানানো হয়।  এই অভিনব কর্মকান্ডে পরিবেশবিদ অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য্য,  শিক্ষক ডঃ আশীষ ঘোষ হাজরা,  প্রাক্তন পুর প্রতিনিধি পল্লব বসু,  অসিত চক্রবর্তী,  চিকিৎসক সুমিত মিত্র সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

LATEST ADVT OF JOTISHgnc-advt-6x4-for-web201251443_2052819018191856_7318174547572268134_nadvt-banner.3ADVT-BANNERadvt112-for-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading