Site icon Sambad Pratikhan

জন্মশত বার্ষিকীতে পুস্তক প্রকাশ করে জন্মবার্ষিকী পালন পুত্র ও পরিবারের

Advertisements

নিজস্ব সংবাদদাতা: লেখকের জন্মশত বার্ষিকীতে বাবার লেখা পুস্তক প্রকাশ করে জন্মবার্ষিকী পালন করলো তাঁর পুত্র ও পরিবার। অখন্ড বাংলা থেকে পিতৃপুরুষের ভিটে ত্যাগ করে এসে চুচুঁড়ার রামমন্দিরে স্হায়ীভাবে বসবাস শুরু করেন। লেখক ভূপেশকান্ত চন্দ শারীরিক প্রতিকূলতাকে জয় করে তাঁর লেখনীর মধ্য দিয়ে রেখে গেসলেন বাল্যস্মৃতির সাথে কবিতাগুচ্ছ। জন্মভূমির প্রতি টান অনুভব করেই লেখকের এই রচনা। আর একথা সত্যি এধরণের গ্রন্হ রচনা না হলে ইতিহাস হারিয়ে যাবে। তাই ওপার বাংলার স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে এক এক করে রচনা করে গিয়েছিলেন এই গ্রন্থের লেখাগুলি।

ট্রেন দূর্ঘটনায় তাঁর জীবন নির্বাপিত হলেও লেখাগুলি তাঁকে অমর করে রেখেছে। বৃহস্পতিবার চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্মান জানিয়ে চুচুঁড়ার রামমন্দিরে জন্মশতবর্ষে তাঁরই ভিটায় স্মৃতিরেখা গ্রন্থটি প্রকাশ করলেন চন্দ পরিবারের জ্যৈষ্ঠ সদস্য শক্তিরঞ্জন চন্দ। এখানেও করোনা বিধিকে মেনে গ্রন্হ প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সাথে গ্রন্থপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Exit mobile version