Site icon Sambad Pratikhan

জমা জল সরানোর জন্য আলোচনা সভা

Advertisements

নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত চুচুঁড়া স্টেশনের সাবওয়ে রাস্তায় জল জমাকে কেন্দ্র  করে স্হানীয় মানুষ এবং জনসাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ পুঞ্জিভূত  হচ্ছিল। এ্যাম্বুলেন্স  থেকে শুরু করে বিভিন্ন গাড়ী জমা জলে আসা যাওয়াতেও অসুবিধা  সৃষ্টি করেছে। এর ওপর জমা জলের খবর সংবাদ শিরোনামে এসে প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। আজ এই জমা জল কিভাবে দ্রুত সরানো যায় তার প্রতিকারের জন্য রেল প্রতিনিধি,  পি ডব্লিউ  ডি, পুলিশ প্রসাশন পঞ্চায়েত, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক  চুচুঁড়া  স্টেশন বিশ্রামাগারে সভায় মিলিত হন।

প্রতিনিধিরা জলমগ্ন সাবওয়ে পরিদর্শন করেন এবং জমা জল পাম্প দিয়ে সরানোর উদ্যোগ নেন। সভায় সকলের বক্তব্যের মধ্যে এই জল দ্রুত সরানোর উপায় বের করার চিন্তাভাবনার কথাই উঠে আাসে। শীঘ্র রাস্তার পাশে পাম্প বসিয়ে জলের আধার তৈরী করার কথা বলা হয়। এই সভায়  ব্লক উন্নয়ন আধিকারিক প্রিয়াঙ্কা বালা, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী,  আই সি অভিজিৎ ব্যানার্জী,  রেল ও পি ডব্লিউ ডি আধিকারিক, জগন্নাথ দে উপস্হিত হয়েছিলেন। গত কয়দিন জল জমাকে কেন্দ্র করে যে অসুবিধা সৃষ্টি  হয়েছিল তা শীঘ্র নিরসন হবে বলে কোদালিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান।

Exit mobile version