Site icon Sambad Pratikhan

করোনা আবহে রক্তদানে বিদ্যাভবন পল্লী রোড ক্লাব

Advertisements

নিজস্ব সংবাদদাতা: অতিমারী করোনা প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, আক্রান্ত হচ্ছে কয়েক লক্ষ। মহাসংকটের মধ্য দিয়ে আগামীর পথে এগিয়ে চলছি। তার ওপর তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড়ের চোখ রাঙানী।এই সময় রাজ্যের সব ব্লাড ব্যাংকগুলি রক্ত শূণ্য। মুমূর্ষু রোগীদের রক্ত পেতে হাহাকার অবস্হা। আর এই অবস্হায় রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো চুচুঁড়া বিদ্যাভবন পল্লী রোড ক্লাব। এই ক্লাব করোনা আক্রান্ত পরিবারের পাশে যেমন সাহার্য্যের হাত বাড়িয়ে দিচ্ছে তেমনি রক্ত সংকটে কোবিদ রীতি মেনে রক্ত দান শিবির করে রক্তের যোগান দিতে এগিয়ে এসেছে। স্হানীয় বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ে রবিবার ৫০ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংককে দিল। রক্তদাতাদের উৎসাহিত করতে চিকিৎসক বিদ্যুত্‍ ঘোষ, শশাংক ভূষণ গোস্বামী,  গ্রাম সদস্য দীপালী সিংহ রায় সহ বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন। ক্লাব সম্পাদক সনৎ দাস জানালেন, করোনা রোগীদের সাহার্য্য করতে আমাদের ক্লাব অক্সিজেন কনসেনট্রেটর পেতে সহৃদয় ব্যক্তিদের কাছে সাহার্য্যপ্রার্থী।

Exit mobile version