Site icon Sambad Pratikhan

আপনার বাড়িতে কি কোনও সমস্যা রয়েছে? বাস্তু সংক্রান্ত কোনও সমস্যা হলে কি করবেন

Advertisements

জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী : কি করলে বাড়ির বাস্তু ঠিক থাকবে কোন জিনিস কোথায় রাখা বাস্তবসম্মত? আপনার বাড়ির ইশান কোনে অর্থাৎ উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর থাকা এবং দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর থাকা উচিত। এবং বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে বাড়ির প্রধান প্রবেশ পথ সবসময় উত্তর বা পূর্বে থাকা বাঞ্ছনীয়। এছাড়াও সমস্ত ইলেকট্রিক এবং ইলেকট্রনিক গ্যাজেট দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত এবং মৃত ব্যক্তির ছবি বাড়ির দক্ষিণ দিকে রাখা উচিত এবং আলমারি রাখা উচিত দক্ষিণ দিকে এবং খুলবে উত্তরমুখে। দক্ষিন পশ্চিম দিকে শৌচালয় শুভ। বাড়ির প্রধান কর্তার ঘর দক্ষিণ পূর্বে হওয়া শুভ। বাড়ির সিঁড়ি সবসময় হাতের ডান দিকে থাকা বাঞ্ছনীয়। আপনার বাড়ির বাস্তু ঠিক করে রাখতে গেলে আপনার বাড়ির রঙেও আনতে হবে পরিবর্তণ। উত্তর পূর্ব দিকের রঙ সবসময় হলুদ, পিতবর্ন হওয়া শুভ যেহেতু এটা বৃহস্পতির দিক। বাড়ির দক্ষিণ পূর্ব দিকের রঙ সবসময় গোলাপী,লাল,কমলা হওয়া উচিত।দক্ষিন পশ্চিমে জলের ট্যাঙ্ক রাখা উচিত। এছাড়াও প্রতিদিন সন্ধব লবন এবং হলুদ গুড়ো মিশিয়ে ঘর মোছা উচিত এবং বাড়িতে ময়ূরের পালক রাখা উচিত এবং প্রধান দরজার সামনে ওপরে পঞ্চমুখী হনমানজীর ছবি লাগান এবং তার তলায় স্বস্তিক চিহ্নের প্লেট বসান নিয়মিত সন্ধ্যায় ধূপ,ধুনো,কর্পূর জ্বালান।আপনি আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রত্যহ কুবেরের ধ্যান মন্ত্র পাঠ করবেন “ওম শ্রিম ওম হ্রিম শ্রিম হ্রিম ক্লিম বিত্তেশ্বরায় নমহ”, এই মন্ত্রটি জপ করবেন এই ১১ বার বা  ২১ বার ১০৮ বার জপ করুন প্রত্যহ।

Exit mobile version