নিজস্ব সংবাদদাতা: বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এই দিনটি শিল্পপ্রেমী মানুষরা শিল্প দিবস হিসাবে পালন করে থাকেন। ইতালির মিলান শহরে ১৪৫২ সালে ১৫ এপ্রিল জন্মগ্রহন করেছিলেন ভাস্কর, চিত্রকর,ও বাস্তুকার লিওনার্দো। হুগলী-চুচুঁড়া আর্ট ফোরাম এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে চুচুঁড়া শহরের মানুষকে শিল্পের প্রতি অনুরাগ বাড়াতে ট্যাবলো সহযোগে পদযাত্রা সংগঠিত করে। চুচুঁড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে আর্ট ফোরামের সদস্যরা একত্রিত হয়ে বিশ্ব শিল্প দিবসের উদ্দেশ্য সকলের কাছে তুলে ধরেন। বৈকালে প্রতাপপুরে অনুষ্ঠানের আয়োজন করে আর্ট ফোরামের সদস্যরা।
এরসাথে হুগলীচুচুড়া পুরাতন ডাচ শহরেই যেমন তৈলচিত্রের সন্ধান পাওয়া গেসলো তেমনি এই শিল্পকে সকলের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে স্হায়ী আর্ট গ্যালারী নির্মাণের দাবী জানিয়েছে আর্ট গ্যালারির সদস্যরা।