Site icon Sambad Pratikhan

শহর জুড়ে উল্লাস শুরু

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: এবার শহর জুড়ে উল্লাস, বাংলায় এই প্রথম একটি ওটিটি প্ল্যাটফর্ম পথ চলা শুরু করল গতকাল চৈত্রের শেষ সন্ধ্যায়। কলকাতার এক অভিজাত হোটেলে এই ওটিটি প্ল্যাটফর্মটির শুভ সূচনাতে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী ও সুরকার কল্যাণ সেন বরাট, অভিনেতা সাহেব ভট্টাচার্য্য, বাসবদত্তা চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই ওটিটি প্ল্যাটফর্মটি সম্পর্কে বিসদে জানান উল্লাস এর অন্যতম প্রধান কর্ণধার শুভাশীষ দত্ত বলেন, উল্লাস মানে শুধুমাত্র চিরাচরিত ওয়েব সিরিজ, ছোট সিনেমা বা অরিজিনালস নয়, এখানে থাকছে নানা স্বাদের মিউজিক ভিডিও, আবৃত্তির অনুষ্ঠান, অডিও স্টোরি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version