হুগলিতে করোনার ভ্যাকসিন নিতে লম্বা লাইন

shyamalশ্যামল সিংহ, হুগলি: ক্রমেই বেড়েই চলেছে সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা, সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্যও পিছিয়ের নেই আক্রান্তের হিসাবে। এই রাজ্যের হুগলী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯০। যত আক্রান্তের সংখ্যা বাড়ছে ততই ভ্যাকসিন দেওয়ার জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মাস্ক ব্যবহার করা এবং ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে এতদিন কিছুটা শিথিলতা লক্ষ্য করা গেলেও এবার ঝোঁক বেড়েছে একথা বলাই যায়।

চুচুঁড়া স্টেশন রোডে কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতে ভগবতীডাঙ্গা উপস্বাস্হ্য কেন্দ্রে গিয়ে দেখা গেল দীর্ঘ লাইন। কেউ বা এক ঘন্টা আবার কেউ তিন ঘন্টা অপেক্ষা করছেন ভ্যাকসিনের জন্য। তবে সবারই দাবী সপ্তাহে একদিনের পরিবর্তে সোম, বুধ, শুক্র, এই তিনদিন ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্হা করলে শুধু বয়স্ক মানুষ নয়,  মহিলারাও উপকৃত হবেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading