নরেন্দ্র মোদিকে যা স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে সেটাই উনি বলছেন কারণ উনি নিজে থেকে বাংলা বলতে পারেন না-পার্থ চট্টোপাধ্যায়

partha-cসঞ্জয় মুখোপাধ্যায়: আজ বেহালা পশ্চিমের ১২৯ নম্বর ওয়ার্ডের BG প্রেসের বিভিন্ন এলাকায় প্রচারে বেরোলেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বেহালার সার্বিক উন্নয়ন ও বাংলার সার্বিক উন্নয়ন নিয়ে লড়াই করি।  চারবার মানুষ আমাকে সমর্থন করেছেন। বেহালার যা উন্নয়ন হয়েছে; বাংলার যে উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে আমি মানুষের দুয়ারে গিয়ে এই বার্তাই তুলে ধরছি। বিরোধী দলের কে প্রার্থী হল সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছেছি।  সারা বছর ধরে আমরা কি কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘এক ঝাঁক নেতা দিল্লি থেকে এসে এখানে যেভাবে কথা বলছে এবং সেই কথা শুনে অনুপ্রাণিত হয়ে আরো অনেক বিজেপি কর্মীরা ও নেতারা যেভাবে কথা বলছে সেরকম সংস্কৃতি বাংলায় কখনো ছিল না। আমি আমাদের সহকর্মীদের বলবো কোনরকম প্ররোচনায় পা না দিতে,  শান্তি সম্প্রীতি ঐক্যের মধ্য দিয়ে কাজকর্ম চালিয়ে যেতে।’  নরেন্দ্র মোদি বলেছে টিএমসি মানে “ট্রান্সফার মাই কমিশন” এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যতই কটাক্ষ করবেন ততই পায়ের তলার মাটি সরে যাবে। আকাশে উড়ে আসছেন আবার আকাশ এই চলে যাচ্ছে। মাটির সাথে কোন যোগাযোগ নেই, থাকলে বুঝতে পারতেন মাটি কতটা নড়বড়ে।  নরেন্দ্র মোদিকে যা স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে সেটাই উনি বলছেন কারণ উনি নিজে থেকে বাংলা বলতে পারেন না।’

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading