রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মোৎসব পালন

dankuniশুভদীপ দে: ডানকুনিতে ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মোৎসব পালন সর্বধর্ম সমন্বয় দুঃস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান পালিত হয়।এই উপলক্ষে ডানকুনি শাখায় সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের জন্মোৎসব পালন হয়। এদিন সকাল থেকে ঠাকুরের প্রতিকৃতিতে পূজার্চনা শুরু হয়। দুপুরে সর্বধর্ম সমন্বয় বিশ্বভ্রাতৃত্বের উপর আলোচনা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সংঘের সহ সম্পাদক ব্রহ্মচারী উৎসব ভাই। হিন্দু ধর্মের ব্রহ্মচারী মুরাল ভাই, মুসলিম ধর্মের পীরজাদা হযরত মওলানা এম. ডি. সোওয়ান সিদ্দিকী সাহেব, খ্রিস্টান ধর্মের রাভেরেনড জ্যোতির্ময় হালদার, শিখ ধর্মের সাতপাল সিং, বৌদ্ধ ধর্মের ভেন ড: বুদ্ধ প্রিয় মাহাতো, জৈন ধর্মের ব্রহ্মচারী কৈলাস চন্দার জেন প্রভৃতি ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেম নারায়ণ সিং। বক্তব্য রাখেন  রূপনারায়ণ কুশবাহা সহ বিশিষ্টরা। বক্তব্য রাখতে গিয়ে ব্রহ্মচারী উৎসব ভাই বলেন, ঈশ্বর একজন। নানা ধর্মের মানুষ তাকে নানা রূপে ডাকে কিন্তু তিনি একজন ই। রামকৃষ্ণ দেব বলেছেন অহিংসা পরম ধর্ম। আর্তের সেবা করো। এই অনুষ্ঠানে ঠাকুরের ভোগ বিতরণ করা হয় প্রায় এক হাজার মানুষকে। দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়। রাত পর্যন্ত ঠাকুরের নাম গান ও আলোচনা সভা চলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপনারায়ন কুশবাহা।

%d bloggers like this: