পরম্পরা’র “দর্শনা”

Untitled-8নিজস্ব সংবাদদাতা:  মহা শিবরাত্রির সন্ধ্যায় হুগলি জেলার উত্তরপাড়ার পরম্পরা ইনস্টিটিউট অফ ড্যান্স পরিবেশন করল “দর্শনা”। এদিনের সন্ধ্যা পরম্পরা সাজিয়ে তুলেছিল তাঁদের সুযোগ্য শিল্পীদের নৃত্য সমাহারে। পরম্পরার প্রধান প্রখ্যাত নৃত্যগুরু রাজদীপ ব্যানার্জীর সুদক্ষ পরিচালনায় তাঁর সুযোগ্য শিষ্যশিষ্যা পরিবেশিত এদিনের সান্ধ্য নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে এবং পরম্পরার নবীন ও প্রবীণ শিল্পীরা এদিন আবারও প্রমাণ করল একটি উচ্চাঙ্গের কলা নৃত্যকলা এবং ভারতীয় ধ্রুপদী নৃত্য গুরু-শিষ্য পরম্পরায় অনুশীলন ও পরিবেশন করা হয় তা।

উলেক্ষ্য উত্তরপাড়ার পরম্পরা ইনস্টিটিউট অফ ড্যান্স এর আয়োজনে ভরতনাট্যমে ভাবাবেশ অন্বেষণ শীর্ষক চারদিন ব্যাপী নৃত্য কর্মশালার এদিনই ছিল শেষ দিন। এদিন অনুষ্ঠানে পরম্পরা ইনস্টিটিউট অফ ড্যান্স এর সকল শিষ্যশিষ্যা’র হাতে শংসাপত্র তুলে দেন নৃত্য জগতের গুণীজনেরা।

gnc-advt-6x4-for-web

149560606_1955498754590550_7537541499495602122_o

149274739_1955175504622875_8761804105952090197_o

advt-3

advt-1Untitled-2

advt-5

advt-4

%d