প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিম মেদিনীপুরে চলছে পোস্ত চাষ

postoনিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা, পরমানন্দপুর, লক্ষ্মীপুর, মনোহরপুর, যাদবনগর ও  চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের হরিসিংপুর, যদুপুর, বান্দিপুর সহ বেশকিছু গ্রামে প্রশাসনের নজর এড়িয়ে চলছে পোস্ত’র চাষ।  প্রশাসনের তরফ থেকে পোস্ত চাষ বন্ধের জন্য একাধিক বার প্রচার করা হলেও বন্ধ হয়নি এই চাষ,  বরঞ্চ বেশ উত্‍সাহে রমরমিয়ে চলছে পোস্তু চাষ। কোথাও আবার পোস্ত জমিকে ঘিরে দিয়ে প্রশাসনের  নজর এড়িয়ে চলছে  পোস্ত চাষ। এক এক জন ব্যক্তি এক থেকে দুই কাঠা করে পোস্ত চাষ করলেও নজর নেই প্রশাসনের। এমনকি লক্ষীপুর গ্রামের এক পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজনও পোস্ত চাষ করেছে বলে সংবাদে প্রকাশ। সব থেকে বেশি চাষ হয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে। চন্দ্রকোনা ১  নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন পুলিশ ও আবগারী দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে।gnc-advt-6x4-for-web

149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading