বামেদের ডাক ১২ ঘন্টার বন্ধে মিশ্র সাড়া

bandh-2সঞ্জয় মুখোপাধ্যায়: ১২ফেব্রুয়ারি বামেদের ডাকা বারো ঘণ্টার ধর্মঘতে রাজ্যের বিভিন্ন স্থানে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়েই মিশ্র সাড়া পড়ল। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি যায়গায় বেশ কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ও পথ অবরোধ বা দোকান বন্ধ করাকে কেন্দ্র করে সামান্য কিছু উত্তেজনা ছাড়া মোটামুটি মিশ্র সাড়া মিলিচে এই বন্ধে। এদিনের বন্ধ প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন বামেদের ডাকা ধর্মঘট পুরোপুরি সফল, তিনি আরও বলেন, যে দিনকে ধর্মঘট ডাকা হয় সেদিনকে সরকারের তরফ থেকে সমস্ত রকম সরকারি বাস রাস্তায় নামিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ দিনে সমস্ত রকম সরকারি বাস রাস্তায় পাওয়া যায় না। অন্যদিকে সমস্ত সরকারি অফিসারদের জোর করে অফিসে আসতে বলা হয়। যা একেবারেই উচিত নয় বলে তিনি জানিয়েছেন। bondhতবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘট সমর্থন করেছেন বলেও তিনি জানিয়েছেন। অপরদিকে ধর্মতলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস‌‌। এই অবরোধ চলাকালীন পুলিশ এসে ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস কর্মীদের ওপর আক্রমন চালায়‌ ও তাদের ওপর লাঠিচার্জ করে ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে।

%d bloggers like this: