সঞ্জয় মুখোপাধ্যায়: পাণ্ডবেশ্বর বিধানসভার থানার অন্তর্গত জামুরিয়ার নিমসা গ্রামের একটি ১৭ বছর বয়স্ক একটি কিশোরীকে গত ১৮ জানুয়ারি কয়েকজন দুষ্কৃতী অপহরণ করে তুলে নিয়ে যায় এবং বলপূর্বক অত্যাচার করার চেষ্টা করে এবং ধমকি দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ২৫ শে জানুয়ারি পুনরায় তাকে এবং তার পরিবারকে ব্ল্যাকমেল ও ধাক্কাধাক্কি করে। আর সেই খবর পেয়ে রাজ্যের মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল পাণ্ডবেশ্বর থানায় পৌঁছান এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় থানার সামনে অবস্থান বিক্ষোভের হুশিয়ারি দেন। সঙ্গে ছিলেন ওই জেলার বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া পাল সহ জেলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পারমিতা পট্টনায়ক ও মনীষা শিকদার, সহ সভানেত্রী সোনালী গিরি, মহিলা মোর্চা মন্ডল সভাপতি নীলিমা পাল, মন্ডল সভাপতি গৌতম মন্ডল এবং প্রচুর সংখ্যায় নেতাকর্মীরা।