কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ

nirmal-gসঞ্জয় মুখোপাধ্যায়: চলতি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করেন। বাজেট পেশের  পরেই কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত তুঙ্গে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এ বাজেট বড় লোকের জন্য, কৃষক, নিম্নবিত্ত মানুষের কোনো লাভ হয়নি এই বাজেটে। এই বাজেটকে কেন্দ্র করে, মোদী সরকারের বিরুদ্ধে সাওয়াল করলেন, রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি বলেন “পাঁচ বছর ধরে কি করবে, তা উল্লেখ করলেও আগামী এক বছর কি করবে তার কোনো উল্লেখ নেই, এই বাজেটে বঞ্চিত হয়েছে বাংলা, গরীব আরো গরীব হবে। পেট্রোল ডিজেল থেকে যে “সেস” তা কোন রাজ্য পাবেনা। ধর্মীয় উন্মাদনা বৃদ্ধি করা বিজেপির কাজ। ধর্মে-ধর্মে সংঘাত বিভাজনের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি।পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীদের দলবদল প্রসঙ্গে তিনি বলেন, উনি কাজ করতে পারিনি আগে বলেননি কেন, ওর কথার এখন কোন মূল্য নেই। মানুষ মূল্য দেবে না। সাম্প্রদায়িক দলেগেছেন রাজীব। কেন্দ্রীয় সরকারের গরিবের জন্য টাকা নেই কিন্তু নিজেদের দলের জন্য অর্থ খরচ করে চাটার ফ্লাইট পাঠাতে পারে বাংলায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading