শহরে পাখি মেলা

bird-mela-3

সঞ্জয় মুখোপাধ্যায়: শহরে এতদিন বিদেশি পাখি দেখার জন্য চিড়িয়াখানা আর হাতে গোনা কয়েকটি প্রদর্শনীর উপরেই ভরসা রাখতে হতো পাখিপ্রেমীদের। শীত পড়তেই বিগত কয়েক বছর ধরেই বিদেশি পাখির প্রদর্শনীর গন্তব্যস্থল সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। অল বেঙ্গল বার্ডস লভার্স এ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হলো বিদেশি পাখির প্রদর্শনী।

আরও পড়ুন:  জাতীয় উপভোক্তা দিবস পালন

আরও পড়ুন:  বড়দিনে বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট

এই প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ। তিনি জানান করোনা আবহের  মধ্যে দীর্ঘদিন লকডাউনের জেরে মানুষ হাসতে ভুলে গেছে। মূলত শিশুদের সাথে বড়দের মুখে হাসি ফোটাতে এই প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনীতে ৩৬৫ প্রজাতির বিদেশি পাখি রয়েছে। ম্যাকাও, ক্যাটরিনা ম্যাকাও, ব্লু বার্ড, লালমোহন-নীল মোহন, স্পাইডার হান্টার, ব্লু ফ্রন্টেড রেডস্টার্ট… এমনই নানা ছোট পাখি। এছাড়া ছিল এমু পাখিও। এই পাখি প্রদর্শনী আগামী ২৭শে ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিনেই পাখি প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন:  রিষড়ায় দুয়ারে সরকার কর্মসূচিতে ৬৪ শতাংশ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading