Site icon Sambad Pratikhan

বিজেপিতে যাঁরা দলের ডিসিপ্লিন মানবেননা তাঁদের শোকজ করা হবে-দিলীপ ঘোষ

Advertisements

নিজস্ব সংবাদদাতা:  বিজেপি কারোর উপর হামলা করে না। তৃণমূল বিজেপির উপর হামলা করে। এই রাজ্যে বিজেপির অত বড় শক্তি নেই অন্যদের ওপর হামলা করার। বরং তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের মধ্যে হামলা করে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এর সঙ্গে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে ঘোষণা করেছেন অনেক যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছে তাহলে তিনি প্রমাণ করুক কোথায় কাদের চাকরি দেওয়া হয়েছে। সেই তথ্য ওয়েবসাইটে দেওয়া হোক।

আরও পড়ুন: শুরু হল নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর মেট্রোর পরীক্ষামূলক পরিষেবা

অন্য দিকে তিনি বলেছেন যে আদিবাসীর বাড়িতে অমিত শাহ ভোজন করেছেন পরবর্তী সময়ে তৃনমূলের কর্মী-সমর্থকরা সেই আদিবাসীর বাড়িতে গিয়ে জোর করে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। তারা কি আদৌ সাহায্য চেয়েছে। এমনই প্রশ্ন করলেন দিলীপ ঘোষ। এর সঙ্গে তাঁদের দলের রাজ্য মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পলকে শোকজ বিষয়ে তিনি বলেন বিজেপিতে যাঁরা দলের ডিসিপ্লিন মানবেননা তাঁদের শোকজ করা হবে, এক্ষেত্রে নতুন বা পুরোনো বলে কোনও কথা নেই।

Exit mobile version