বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন লকেট চট্টোপাধ্যায়

017d48f8-055b-4bfe-b38a-1fe82757dbb4শুভদীপ দে, সংবাদ প্রতিখন: বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠক বিজেপির। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চ্যাটার্জী চুঁচুড়ায় দলের জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে রাজ্যের ক্রাইম রিপোর্ট চেয়েছিলেন। ২০১৭ সাল থেকে রাজ্যে ঘটে চলা অপরাধের কোন তথ্যই কেন্দ্রকে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন। লকেট চ্যাটার্জী বলেন হায়দ্রাবাদ থেকে হাতরাস কোথাও কোন ধর্ষনের ঘটনা ঘটলে বাংলা থেকে তৃণমূল তাঁদের সাংসদদের পাঠিয়ে দেয়। অথচ সেই বাংলাতেই নারী সুরক্ষা নেই বলেও দাবি করেন হুগলির সাংসদ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading