বিজেপির এই সকল জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলবে-ফিরহাদ হাকিম

bobby-hakimসঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন:  গতকালের বামদলগুলির ডাকা বনধের বিষয়ে বলতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন বর্তমানের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমিক বিরোধী শুধু নয় সাধারণ মানুষের জন্য যে যে আইন ওরা আনছে বা আনতে চাইছে তাও জনবিরোধী। দেশটাকে ওরা বেচে দিতে চাইছে। তিনি বলেন যে সকল কারণে বনধ ডাক হয়েছে সেও সকল ইস্যুগুলি সমর্থন যোগ্য। কিন্তু তাই বলে কর্মদিবস নষ্ট করে বনধকে তাঁর কখনই সমর্থন করেন না। ফিরহাদ হাকিম বলেন এমনিতেই করোনার আবহে লকডাউন চলা কালীন বহু কর্মদিবস নষ্ট হয়েছে ও বহু মানুষ কাজ হরিয়েছেন, তাই খেটে খাওয়া মানুষের স্বার্থে আর এ রাজ্যে বনধ সমর্থন করা হবেনা। মানুষের রুটি রোজগার চলবে, বিজেপির এই সকল জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদও চলবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading