Site icon Sambad Pratikhan

বনধ সফল করতে শিশুরা কেন রাজপথে?

Advertisements

সুফল তর্কালঙ্কার, সংবাদ প্রতিখন: গতকালের বাম সংগঠনগুলির ডাক দেশ ব্যাপী ধর্মঘটে দেখা গেল করোনার সময়ে সরকার তথা দেশের স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য দপ্তরের বেঁধে দেওয়া সকল নিয়মকে কে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মঘটকে সফল করার মরিয়া প্রচেষ্টা। একটি বিষয় আমাদের জনপ্রতিনিধিরাই যদি এই বেঁধে দেওয়া নিয়ন অলঙ্ঘন করেন তাহলে সাধারণ মানুষ কি সেই সকল নিয়ম পালন করতে সচেষ্ট হবেন? এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এছাড়াও গতকাল বনধকে সফল করতে রাস্তায় দেখা মিলল এমন যাঁদের, যাঁরা রাজনীতি থেকে শতযোজন দূরে থাকার কথা সেই শিশুদেরও সামিল করলেন বামদলগুলি গতকালের বনধকে সফল করে তুলতে।

Exit mobile version