শীতের দিনগুলির জন্য সতর্কবার্তা অতীন ঘোষের

atin-ghoshসুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: তাপমাত্রার পারদ দ্রুত নেমে চলেছে রাজ্যে। শীত প্রায় এসে গিয়েছে বললেই চলে। কখনও ঠাণ্ডা আর কখনও বা গরম আবহাওয়া সইয়ে নিতে হচ্ছে সকলকে। এই আবহাওয়া পরিবর্তনের সময়ে সর্দি-কাশি বা জ্বর প্রায় সকলেরই হয়। শীত পুরো দমে এসে গেলেও এর হাত থেকে রেহাই নেই। এই সময়ে এ সব উপসর্গ থেকে আমাদের বাঁচাতে পারে শরীরের অভ‌্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। শীতের সময় ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। কলকাতা বাসীকে সতর্ক থাকার কথা এদিন জানালেন কলকাতা কর্পোরেশনের বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানিয়েছেন, শীত এসে গেছে এবং তার সঙ্গে দোসর করোনা। তাই কোনভাবেই শরীর খারাপ হলেই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো উচিত তা সে ডাক্তার কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর হতে পারে তার নিজস্ব কোন প্রাইভেট ডাক্তার দেখানো উচিত বলে তিনি জানিয়েছেন। কারণ এই সময় যদি শরীরের ইমিউনিটি ক্ষমতা কম হয় তাহলে ভাইরাস দ্রুত তাড়াতাড়ি শরীরের মধ্যে ঢুকে বংশবিস্তার করতে পারে। তাই মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন হতে হবে ।

Untitled-1

কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে মানুষকে বার বার করে এই বিষয়ে সচেতন করা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তর সপ্তাহে ছয় দিনই খোলা থাকে। তাছাড়া কলকাতা কর্পোরেশনের সোয়াব  টেস্ট করার ৮ টি গাড়ি শহর কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং আগামী দিনে তার সংখ্যা আরো বাড়ানো হবে বলেও এদিন জানিয়েছেন অতীন ঘোষ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যারা এই সমস্ত কাজ করছেন তাদের কাজ অত্যন্ত কঠিন এবং দক্ষতার সঙ্গে নিজেদের কাজ করে চলেছেন। তাই মানুষের কোন রকম অসুবিধা হলে তারা যেন ঘরে বসে না থেকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন।

This slideshow requires JavaScript.

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading