এছাড়াওএই বাংলায় কোনও সরকারী কর্মী ও শিক্ষক সহ সকলের কোনও মাইনে ও পেনশন কাটা হয়নি ও বন্ধ করা হয়নি। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী দিনে বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যে ছুটি থাকবে। এছাড়াও এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাউরী সম্প্রদায়দের জন্য বাউরী কমিটি তৈরি করে তার চেয়ারম্যান হিসাবে বাঁকুড়ার দেবদাস দাসের নাম ঘোষণা করেন ও এই কমিটির কাজের জন্য ৫ কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। উলেক্ষ্য এদিন সভায় আসার পথে মুখ্যমন্ত্রী খাতড়া পঞ্চায়েতের অন্তর্গত বেঁকিয়া গ্রামে তফসিলি সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নিতে তাঁদের সঙ্গে একাত্ম হয়ে তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন গ্রামের মানুষদের সঙ্গে মিশে গিয়ে।
দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার
Advertisements