প্রবীর বোস, সংবাদ প্রতিখন: হুগলির ভদ্রেশর গৌড়হাটির তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের ২২৮ বৎসরের পুজোয় এই বৎসরে করোনার আতঙ্কে বেশকিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেট ও ভদ্রেশর গৌড়হাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজোর কমিটি। এইবিষয়ে ভদ্রেশর গৌড়হাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজো কমিটির সভাপতি কলাণ মিত্র জানান, এবার আমাদের জগদ্ধাত্রী মায়ের কাছে কোন পুষ্পাঞ্জলি, দন্ডি কেটে পূজো দেওয়া, পূজো দেওয়া, মানত করা বা কোন রকমের বলি দেওয়া যাবে না।
এছাড়াও প্রতি বছরের মত তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের শোভাযাত্রা বের করা হবে না। যে সমস্ত দর্শনার্থী ভদ্রেশর ও চন্দননগরের দশমীর দিন শোভাযাত্রায় গৌড়হাটির তেঁতুলতলার জগদ্ধাত্রী মায়ের দর্শন করতেন। তাদের উদ্দেশে জানানো হচ্ছে তারা যেন আমাদের গৌড়হাটির তেঁতুলতলার জগদ্ধাত্রী মায়ের দর্শন করেন সকল নিয়ম মেনে মন্দিরে এসে।