সরকারী হাসপাতালের অস্থায়ী এনএইচএম কর্মীরা এবার আন্দোলনে

papaiশুভজিত্‍ দে: সরকারী হাসপাতালের অস্থায়ী এনএইচএম কর্মীরা এবার আন্দোলনের পথে নামলো। সম কাজে সম বেতনের দাবি নিয়ে খানাকুল গ্রামীন হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি করে হাসপাতালের গেটের সামনে প্রতিকী বিক্ষোভ দেখালেন। কালো ব্যাজ পরে ন্যায় বিচার চেয়ে আন্দলনে সামিল হন। জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে এএনএম কর্মীরা যারা মুলত স্কুল স্বাস্থ্য কর্মী, গাইনেকোলজি এমকিউ, আরবিএসকে, এমও নবজাতক শিশু বিভাগের সহায়িকা সহ হাসপাতালে যুক্ত বিভিন্ন কাজের কর্মীরা এদিন তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দলনে নামেন। অভিযোগ “রাজ্য সরকার তাদের যোগ্য মর্যাদা দিচ্ছেন না। বর্তমানে কোভিড পরিস্থিতিতে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে  পরিষেবা দিয়ে সরকারী নির্দেশ পালন করলেও রাজ্য সরকারের সমস্ত এনএইচএম কর্মীদের খাটিয়ে নিলেও রাজ্য স্বাস্থ্য দপ্তর এই সমস্ত অস্থায়ী কর্মীদের দুর্দর্শার কথা শুনছেন না বলে এমনই অভিযোগ। জানা গেছে এদিন খানাকুল ১ ব্লকের ১৩ টি পঞ্চায়েত এলাকার ৪০টি সাব সেন্টারে এ এন এম পদে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কাজে যুক্ত। এদিন প্রায় ১ ঘন্টা ধরে চলে কর্ম বিরতি বিক্ষোভ। এই বিসয়ে হাসপাতাল কর্তৃপক্ষে লিখিত ডেপুটেশন দেওয়া হয়। হাসপাতালের বিএমওএইচ সুশান্ত মজুমদার বলেন” সমস্ত বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

output_9W9bpBgif advtUntitled-2Untitled-1Untitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading