Site icon Sambad Pratikhan

হুগলিতে তৃণমূলের সাইকেল মিছিল

Advertisements

প্রবীর বোস: ধনিয়াখালি বিধানসভার ভাস্তার সিমেনাতলা থেকে  গুড়াপের খানপুর পযন্ত দীর্ঘ পথ সাইকেল চালিয়ে সাইকেল মিছিলের নেতৃত্ব দিলেন ধনেখালি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। সঙ্গে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুমনা সরকার। এছাড়াও ধনেখালি ব্লকের বিভিন্ন পঞ্চাইয়েতের প্রধান, উপ প্রধান ও তৃণমূল কংগ্রেসের ধনেখালি ব্লকের নেতা ও কর্মীরা। এদিন মিছিলের শেষে মন্ত্রী অসীমা পাত্র ও হুগলি লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি  সুমনা সরকার জানান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই আজকের এই সাইকেল প্রতিবাদ মিছিল।

Exit mobile version