দূষণ রোধ হোস পাইপে দেবীর বিসর্জন

prabir-nপ্রবীর বোস: হুগলি জেলায় প্রথম গঙ্গার দূষণ রোধ করতে অভিনব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন হুগলি জেলার কোন্নগরে। সোমবার বিজয়া দশমীতে কোন্নগরে অভিনব পরিবেশ বান্ধব পদ্ধতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করেছিল কোন্নগর পুরসভা। কোনো দুর্গা প্রতিমা গঙ্গায় বিসর্জন না দিয়ে কোন্নগর লোকনাথ ঘাটে পুরসভার উদ্যোগে দুর্গা প্রতিমা গঙ্গার জল দিয়ে হোস পাইপের মাধ্যমে গলিয়ে ফেলে সেই জল পরিশুদ্ধ করে তারপর পড়ছে গঙ্গায় ফেলা হলো। কোন্নগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দিনদিন গঙ্গার দূষণ বাড়ছে। তাই গঙ্গার দূষণ রোধ করতে তারা এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছিলেন।

output_9W9bpBgif advtUntitled-1Untitled-2advt-5advt-4advt-1advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading