শারদোৎসবে শারদ ও উৎসব সংখ্যা প্রকাশ

363b2755-9e9b-4fed-9e6c-a8bনিজস্ব সংবাদদাতা, হুগলি: করোনাকে সঙ্গী করেই শারদোৎসব এসেছে আমাদের ঘরে। এর সঙ্গে সঙ্গে সময়টা ছিল বাঙালীর শারদ পত্র-পত্রিকা প্রকাশের সময়। শারদ পত্র-পত্রিকা প্রকাশের ব্যাপারে আমরা অর্থাৎ বাঙালীরা এখনও অদ্বিতীয়। দুর্গা ষষ্ঠীর দিন হুগলির চুচু্ঁড়া বুনোকালীমাতার মন্দিরে প্রকাশ হলো উন্মেষ এবং হুগলী সংবাদ পত্রিকার শারদ ও উৎসব সংখ্যা। গল্পকার নব বন্দ্যোপাধ্যায় এবং কবি সনৎ দে প্রকাশ করলেন এই দুটি পত্রিকা। পত্রিকা প্রকাশকে কেন্দ্র  করে কবিতা পাঠ করেন ও  বক্তব্য রাখেন চিকিৎসক এস. গোস্বামী, কবি শ্যামলজিৎ সাহা, কমলাকান্ত দাশগুপ্ত, শ্যামলকুমার সিংহ, হরিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

output_tnpHoYoutput_9W9bpBgif advtUntitled-1advt-1advt-3Untitled-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading