Site icon Sambad Pratikhan

বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিশ্ববাসীর কাছে বাঙালী আভিজাত্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াস হিসাবে সম্মাননা  প্রদানই বিশ্ববাংলা শারদ সম্মান। বাঙালীর শ্রেষ্ঠ  উৎসব দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন পুজো বারোয়ারীগুলিকে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করা হলো হুগলির চুচু্ঁড়া রবীন্দ্র ভবনে। ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই শারদ সম্মান পুরস্কার প্রবর্তন করেছে। এ বছর ৫৮ টি সর্ব্বজনীন শারদ সম্মান প্রতিযোগিতায় আবেদনপত্র জমা দিয়েছিলেন। ৪ টী মহকুমায় ১৪ টি বারোয়ারীকে শারদ সম্মান প্রদান করা হলো এই বছর।

সবচেয়ে উল্লেখযাোগ্য এবারে সেরা কোভিড সচেতন পুজো কমিটি হিসাবে কেওটা উজ্জ্বল সংঘ, মিয়ারবেড় পীরতলা, চন্দননগর অরবিন্দ পল্লী দুর্গাপুজো শারদ সম্মান পেয়েছে। এছাড়াও সেরা পুজো কারবালা বিবেকানন্দ রোড, নবগ্রাম ষষ্টি তলা, ভদ্রকালী সর্ব্বজনীন, অশোকপল্লী সর্ব্বজনীন এই সম্মান লাভ করে। সেরা প্রতিমা এবং সেরা মন্ডপ নির্বাচিত হয়েছে পঞ্চাননতলা, মতিবাগান বারোয়ারী। শারদ সম্মান প্রদান করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলাশাসক সহ বিশিষ্টজনেরা।

Exit mobile version