প্রবীর বোস, হুগলি, সংবাদ প্রতিখন: চন্দননগর ইস্পাত সংঘ এবং চন্দননগর বইমেলা বান্ধব সমিতির সহযোগিতায় ১০ম পর্যায় ত্রাণপর্ব শুরু হয়েছিল 26 সেপ্টেম্বরে, ঐদিন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন। এদিন বিদ্যাসাগরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই ত্রানপর্ব শুরু হয়। সংঘের পক্ষে বক্তব্য রাখেন জগদীশ শর্মা, সুশান্ত সিংহ, শিবশংকর ঢালী, সৌরভ চ্যাটার্জি, উৎপল গুহ প্রমুখ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশবিদ শংকর কুশারি। বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক এই অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এরপর শুরু হয় ত্রাণ বন্টন পর্ব “প্রীতিভোজ “। ১৫৬জন প্রান্তিক জীবিকা হারানো ব্যক্তিদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। এই কর্মসূচি চলবে আগামী ২০দিন ধরে। এরই সাথে সাথে আগামী কর্মসূচি হিসাবে ১০ই অক্টোবর রক্তদান উৎসবের সিদ্ধান্ত ঘোষিত হয়। ইস্পাত সংঘের এই উদ্যোগ শহর ব্যাপি ব্যাপক সাড়া ফেলেছে।