Site icon Sambad Pratikhan

নারী নির্যাতনের প্রতিবাদের ভাষা দুর্গা পূজার মধ‍্য দিয়ে তুলে ধরবেন মহিলারাই

Advertisements

সৌমাভ মণ্ডল,বসিরহাট: মহাপূজায় দেবী দুর্গার আরাধনায় মাতবে বসিরহাটের নারী সমাজ। উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নারী নির্যাতন বেড়েছে তাই তাদের প্রতিবাদের কন্ঠ দুর্গা পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে উঠে আসলো। এক দুর্গার মৃত্যু হলেও হাজার দুর্গার মধ্যে সে জীবিত আছে। সেই বার্তাই পৌছে দিচ্ছে বসিরহাট শহরের ৯নং ওয়ার্ডের সাঁইপালার উদয়ন স্পোটিং ক্লাবের মহিলা পরিচালিত পুজো কমিটি। কারা নেই সেখানে; গৃহবধূ থেকে শিক্ষিকা, ছাত্রী সহ গোটা মহিলা সমাজ পরিচালিত এই দুর্গাপুজো। ইতিমধ্যে বসিরহাট শহরের প্রাণ কেন্দ্রের এই পুজো নজর কেড়েছে সকলের।

যেভাবে নারী নির্যাতন চলছে তাদের প্রতিবাদের ভাষা খুঁটি পুজো তথা দুর্গা পূজার মধ্য দিয়ে জানান দিচ্ছে। দেবী দুর্গার আগমনীর প্রার্থনা করে অঞ্জলি, পূজা, দেবারতি ও ইতিরা বলছেন, যেভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, ঠিক সেই ভাবে অশুভ শক্তিকে আমরা কঠোর হাতে দমন করবো। তাদের আদর্শ ও চিন্তাধারায় যাতে নারী সমাজ উদ্বুদ্ধ হয় তাই তাদের এই উদ্যোগ।

মহিলা পরিচালিত এই পূজা কমিটি এদিন শঙ্খ ধ্বনি, ঢাকের বাদ‍্যির মধ‍্য দিয়ে সেই সংকল্পই নিল।

Exit mobile version