উত্তরপাড়ার শিবতলার শ্মশানঘাটের পাশ থেকে উদ্ধার হল নিখোঁজ নিট পরীক্ষার্থীর মৃতদেহ

student-of-neet-fনিজস্ব সংবাদদাতা: আজ সকালে গঙ্গায় স্নান করতে স্থানীয় কয়েকজন একটি মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরাই খবর দেন উত্তরপাড়া থানায়। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।কোন্নগরের যে ঘাটে ওই পরীক্ষার্থীর সাইকেল পাওয়া গিয়েছিল, তার থেকে ৪ কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার নিট। মঙ্গলবার অ্যাডমিট কার্ড আনার কথা বলে ওই পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অভীক মণ্ডল। কোন্নগরে একটি সরকারি আবাসনে থাকতেন। অভিকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইবার কাফে থেকে অ্যাডমিট কার্ড আনার নাম করে বাড়ি থেকে বের হন অভীক। কিন্তু আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় যোগাযোগ করাও যায়নি।ওই দিন গভীর রাতে কোন্নগরের বারো মন্দির ঘাট থেকে উদ্ধার হয় তার সাইকেল। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। উত্তরপাড়া থানা সূত্রে খবর, ওই ছাত্রের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। যেসব বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন থানাকেও এই বিষয়ে সতর্ক করা হয়। আজ, শিবতলার গঙ্গার ধার থেকে মৃতদেহ উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিশের কর্মীরা।

advt-5advt-4advt-1advt-3advt-2

%d bloggers like this: