এই বিষয়ে আন্দুলের ওই ডায়াগোনেস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলে সেন্টারের প্রধান গৌতম বাবু বলেন একটা ভুল হয়ে গেছে, রক্ত পরীক্ষার রিপোর্টটি কি অপূর্ব বাবুরই কিনা জানতে চাইলে কোনও সঠিক সদুত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় নি ও এই বিষয়ে সঠিক কিছু বলতে পারেন নি। চিকিত্সাকে নিয়ে ব্যবসা আমাদের দেশে নতুন কিছু নয়, তবে একটি বিষয় ভাববার সময় এসে গেছে এই সকল অগুন্তি প্যাথোলজিক্যাল পরীক্ষাকেন্দ্রগুলি কতটা সঠিক ভাবে ও কতটা নির্ভুলভাবে তাদের কাজ করে চলেছে সেই বিষয়ে।
হাওড়ার আন্দুলে রক্ত পরীক্ষার রিপোর্টে পুরুষ হয়ে গেলেন মহিলা ডায়াগোনেস্টিক সেন্টারের কৃপায়
Advertisements