পোলবায় দুর্ঘটনা যানবাহন চলাচল ব্যাহত

polba-2প্রবীর বোস: হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত সুগন্ধা এলাকায় দিল্লি রোডের উপর ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার (১০/৯/২০২০) সন্ধ্যায় দিল্লি রোডের উপর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে উল্টে গেল ট্রাক। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।দিল্লি রোডের উপর এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যানবাহন চলাচল। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে দিল্লি রোডের উপর একটি সাইকেল হঠাৎ ওই গাড়ির সামনে চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় ট্রাকটি।

advt-4advt-5advt-2advt-1advt-3

%d bloggers like this: