Site icon Sambad Pratikhan

ন্যূনতম পাঁচ হাজার টাকা আপৎকালীন সহায়তার দাবি নিয়ে ডেপুটেশনে শিল্পীদের বাম সংগঠনগুলি

Advertisements

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ শাখা, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সহ বিভিন্ন শিল্প মাধ্যম এর সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলী, নেপথ্য শিল্পী ও আদিবাসী লোকশিল্পীদের আর্থিক সহায়তা প্রদান সহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিবেশনের অনুমতি ও পাঁচ দফা দাবি নিয়ে হুগলি জেলাশাসককে ডেপুটেশন দিলেন গতকাল ২৬ আগস্ট ২০২০। পশ্চিমবঙ্গের সমাজের অন্যান্য অংশের মানুষের মত হুগলী জেলাতেও নাট্যশিল্পী, সঙ্গীতশিল্পী, বাউলশিল্পী, বাচিকশিল্পী, আদিবাসী লোক শিল্পী, পুতুল নাচের শিল্পী, যাত্রাশিল্পী, যন্ত্রশিল্পী, নেপথ্য শিল্পী ও শিল্পকলার বিভিন্ন মাধ্যমের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পী ও কলাকুশলী বন্ধুদের একটা বড় অংশ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তাদের শিল্পের কাজে যুক্ত হতে না পেরে জীবিকা হারিয়ে বিপন্ন হয়ে পড়েছে।

 তাদের দাবি এই সকল অসহায় শিল্পীদের আপৎকালীন সহায়তা হিসেবে ন্যূনতম পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে এবং এই সব শিল্পীদের জন্য জরুরিভিত্তিতে দু লক্ষ টাকার স্বাস্থ্য বীমা চালু করতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করতে অনুমতি দিতে হবে।  উপস্থিত ছিলেন গণনাট্য সংঘের রাজ্য সভাপতি ডাঃ হিরন্ময় ঘোষাল, জেলা সভাপতি ভোলানাথ মুখোপাধ্যায়, জেলা সংগঠন  এর পক্ষে অরিত্র  শীল সহ আরো অনেকে।

Exit mobile version