প্রবীর বোস: বুধবার রাতে ভদ্রেশ্বরের তেলেনিপাড়া গঙ্গা ঘাটে উদ্ধার যুবক। জানা গিয়েছে পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে তেলেনিপাড়া রাজা বাজার এলাকার শম্ভু চৌধুরির পুত্র উমেশ চৌধুরি (২১ বছর) তেলেনিপাড়া গঙ্গা ঘাটে এসে আত্মঘাতী হবার জন্য গঙ্গার ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনা দেখে তেলেনিপাড়ার বাসিন্দাদের একাংশ ও ভদ্রেশ্বর তেলেনিপাড়া ফাঁড়ির জোনাল অফিসার সঞ্জয় সরকার নৌকা নিয়ে উদ্ধার কার্যে নেমে যুবককে গঙ্গা থেকে উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকটি সুস্থ আছেন চিকিত্সা চলছে।