গুড়াপে অত্যাধুনিক সভাগৃহের উদ্বোধন

8da14c55-f98b-48f3-aab8-442c8c0efb36নিজস্ব সংবাদদাতা: আজ ২৫ আগস্ট, ২০২০ হুগলি জেলার গুড়াপ গ্রাম পঞ্চায়েতের অধীন গুড়াপে একটি অত্যাধুনিক সম্পুর্ন বাতানুকূল সভাগৃহ সভা ও যে কোন অনুষ্ঠানের জন্য উদ্বোধন করা হল। এই বিষয়ে ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির মেম্বার উত্‍পল ব্যানার্জী বলেন ২৫০ আসন বিশিষ্ট এই অত্যাধুনিক সভাগৃহের কাজ অনেকদিন ধরেই চলছিল, সকল রকম আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট এই সভাগৃহটি ক্লোজ সার্কিট টিভির আওতায় রয়েছে বলে উত্‍পলবাবু জানান। তিনি আরও বলেন সারা বাংলায় এইরকমের উন্নয়নের কাজ সর্বদা হয়েই চলেছে।

এই সভাগৃহ নির্মাণে বিধায়িকা অসীমা পাত্রের আন্তরিক সহযোগিতার কথাও উত্‍পল বাবু তুলে ধরেন। এই সভাগৃহ নির্মাণে ৪০ থেকে ৪১ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে উত্‍পল বাবু জানান। এখন থেকে গুড়াপে যে কোন অনুষ্ঠানের আয়োজন পঞ্চায়েতের অধীন এই অত্যাধুনিক সুবিধাযুক্ত সভাগৃহে অনুষ্ঠিত করতে পারবেন গুড়াপ পঞ্চায়েতের অনুমতিক্রমে।   

advt-1advt-2advt-3FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading